ইউটিউবে প্রকাশ পেল সবার ‘প্রিয় এবি’
প্রকাশিত : ২২:৫৫, ৯ ডিসেম্বর ২০১৮
				
					বাংলাদেশের সংগীত জগতের কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চুকে শ্রদ্ধা জানিয়ে নতুন একটি গান অন্তর্জালে প্রকাশিত হয়েছে। গানটির শিরোনাম ‘সবার প্রিয় এবি’।
তুমি আছো, তুমি থাকবে, থাকবে এলআরবি, সেই রুপালী গিটার ফেলে, অসময়ে কাঁদায় ছবি- এমন কথামালায় গানটি লিখেছেন আশিক বন্ধু। সিডি প্লাস থেকে প্রকাশিত গানটি গেয়েছেন মামুনুল ইসলাম। সুর সংগীত করেছেন সজীব দাস।
গতকাল রাতে গানটি প্রকাশ পাওয়ার পর থেকে মাত্র একদিনে আইয়ুব বাচ্চুর ভক্তদের কাছে গানটি নিয়ে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে বলে জানা যায়। গানটি প্রসঙ্গে গীতিকার আশিক বন্ধু বলেন, আইয়ুব বাচ্চু শুধু শিল্পী নন, একজন অভিভাবকও। আমাদের মিউজিকের পথচলায় তার কাছ থেকে উৎসাহ, অনুপ্ররণা ও ভালবাসা পেয়েছি। খুব কাছ থেকে তাকে দেখেছি, তিনি অত্যন্ত বিনয়ী ও মানবিক গুণাবলী সম্প্ন্ন একজন দায়িত্বশীল মহান শিল্পী ছিলেন। মামুনুল খুব আবেগ দিয়ে এই গানটি গেয়েছেন।
সুরকার সজীব দাস বলেন, আইয়ুব বাচ্চু সবসময় আমাদের গানে গানে থাকবেন, আমাদের শ্রদ্ধায় তিনি প্রাণের মাঝে থাকবেন। তার গান, কথা ও সুর আমরা সারাজীবন স্মরণ করে যাবো। এরই ধারাবাহিকতায় সবার প্রিয় ‘এবি’ শিরোনামের গানটি প্রকাশিত হয়েছে।
এসি
				        
				    









